১৬ অক্টোবর, ২০১৮ ২২:০৬

নারী ত্রাণকর্মীকে গুলি করে হত্যা করলো বোকো হারাম

অনলাইন ডেস্ক

নারী ত্রাণকর্মীকে গুলি করে হত্যা করলো বোকো হারাম

সংগৃহীত ছবি

ইসলামিক স্টেট অনুগত বোকো হারাম জিহাদিরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এক নারী ত্রাণ কর্মীকে গুলি করে হত্যা করেছে। এর এক মাস আগে তার এক সহকর্মীকে তারা হত্যা করেছিল। মঙ্গলবার দেশটির সরকার এ কথা জানায়। খবর এএফপি’র।

গত ১ মার্চ বর্নো রাজ্যের রন শহরে বোকো হারামের হামলা চলাকালে তিন নারী স্বাস্থ্য কর্মী অপহৃত হন। ওইদিন শহরটিতে তাদের ওই হামলায় আরো তিন ত্রাণ কর্মী ও নাইজেরিয়ার আট সৈন্য নিহত হয়।

অপহৃত এ তিন নারীর মধ্যে দু’জন হৌয়া লিমান ও সাইফুরা খোরসা আন্তর্জাতিক রেডক্রসে (আইসিআরসি) এবং তৃতীয় নারী অ্যালিস লোকশা জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফে কাজ করতেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর