২০ অক্টোবর, ২০১৮ ০৯:১৪

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৪৫টি অভিযোগ

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৪৫টি অভিযোগ

বিশ্বাস ভঙ্গ, ঘুষ গ্রহণ এবং অর্থ পাচারসহ মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির বিরুদ্ধে ৪৫টি অভিযোগ আনা হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। শুক্রবার তাকে কুয়ালালামপুর আদালতে হাজির করা হয়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও ছিলেন আহমাদ জাহিদ হামিদি। তার বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি কোম্পনিকে কন্ট্রাক্ট পাইয়ে দিতে ঘুষ হিসেবে ২১ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত গ্রহণের অভিযোগ আছে। 

গত মে মাসে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতাগ্রহণের পর দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধেও অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার সহ মোট ৩২টি অভিযোগ আনা হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর