২১ অক্টোবর, ২০১৮ ০৯:৫৯

উত্তর কোরিয়ায় পরমাণু ঘাঁটি পরিদর্শনে অনুমতি মিলেছে : পম্পেও

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ায় পরমাণু ঘাঁটি পরিদর্শনে অনুমতি মিলেছে : পম্পেও

ফাইল ছবি

বন্ধ করা পরমাণু ঘাঁটি পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরিদর্শকদের স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়া। এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। 

গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের পর পরমাণু ঘাঁটিগুলি পরিদর্শনের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিল আমেরিকা। এমন পরিদর্শনের মাধ্যমে মার্কিন সরকার নিশ্চিত হতে চায় যে, পিয়ংইয়ং তার পরমাণু ঘাঁটি বন্ধ করেছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় পম্পেও বলেন, কিম জং উনের সঙ্গে বৈঠকের সময় পরমাণু ইস্যুর দীর্ঘ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

উত্তর কোরিয়ায় ছটি পরমাণু ঘাঁটি রয়েছে। এবং সবগুলোর জন্য প্রয়োজনীয় পরীক্ষা চীন সীমান্তের পাহাড়ি এলাকায় অবস্থিত পুঙ্গে-রি পরমাণু ঘাঁটি করা হয়েছে। উত্তর কোরিয়ার দাবি অনুসারে, গত মে মাসে ওই পরমাণু ঘাঁটি বন্ধের কাজ শুরু হয়। তবে আজ পর্যন্ত আন্তর্জাতিক কোনও পর্যবেক্ষককে সেখানে যেতে দেওয়া হয়নি। এখন পম্পেও বলছেন, তার সঙ্গে বৈঠকে কিম জং উন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যাওয়ার অনুমতি দিয়েছেন।

বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর