২১ অক্টোবর, ২০১৮ ২২:০৪

ইরান থেকে তেল আমদানি বাড়িয়েছে তুরস্ক

অনলাইন ডেস্ক

ইরান থেকে তেল আমদানি বাড়িয়েছে তুরস্ক

ইরান থেকে গত আড়াই মাসে তেল আমদানি বাড়িয়েছে প্রতিবেশী দেশ তুরস্ক। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, প্রতি মাসে দেশটি ইরান থেকে তেলের অন্তত তিনটি চালান নেয়ার পরিকল্পনা করেছে।

আগস্ট মাসে ইরান থেকে তুরস্ক প্রতিদিন গড়ে ৯৭ হাজার ব্যারেল তেল নিয়েছে। সেপ্টেম্বরে তা বেড়ে এক লাখ ৩৩ হাজার ব্যারেলে গিয়ে দাঁড়ায়। তুরস্কের দৈনিক আয়দিনলিক এ তথ্য জানিয়েছে।  

এছাড়া চলতি অক্টোবর মাসের প্রথম দুই সপ্তাহে তুরস্ক তিন কার্গো তেল নিয়েছে যার প্রতিটি কার্গোতে দশ লাখ ব্যারেল তেল ছিল। ইরান থেকে তেল কেনার বিষয়ে বিভিন্ন দেশকে আমেরিকা অনুৎসাহিত করলেও তুরস্ক এখনো ইরান থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।

তুরস্কের প্রতিদিন যে জ্বালানি তেল লাগে ২০১৭ সালে তার বড় অংশের চাহিদা মিটিয়েছে ইরানি তেল দিয়ে। গত বছর তুরস্ক ইরান থেকে এক কোটি পাঁচ লাখ ব্যারেল তেল নিয়েছে।

বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর