২২ অক্টোবর, ২০১৮ ০৬:১৭

দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর উপস্থিতিতে উদ্বিগ্ন চীন

অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর উপস্থিতিতে উদ্বিগ্ন চীন

ফাইল ছবি

দক্ষিণ চীন সাগরে দেখা মিলেছে একটি মার্কিন নেভি ডেস্ট্রয়ারের৷ চীনের সরকারি সূত্রে এমনটাই দাবি করা হয়েছে৷ মার্কিন মিসাইল ডেস্ট্রয়ার গুয়ানগন দ্বীপের ১২ নিউট্রিক্যাল মাইলের মধ্যে চলে এসেছে৷

চীনের বিদেশ মন্ত্রালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে চীনের সাহায্য চায় যুক্তরাষ্ট্র৷ সেই কারণেই এটি মোতায়েন করা হয়েছে৷ তবে দুই মার্কিন সরকারী কর্মী বলেছেন, গুয়ানগনের ১২ নিউট্রাক্যাল মাইলে রয়েছে মার্কিন রণতরী৷ তবে আন্তর্জাতিক আইন মেনেই এই রণতরীগুলি অবস্থান করছে বলে জানান তারা৷ 

সেই মার্কিন রণতরীগুলি রাখা হয়েছে “ইনোসেন্ট প্যাসেজে”৷ ১২ নিউট্রিক্যাল মাইল আন্তর্জাতিক স্তরে স্বীকৃত আঞ্চলিক সীমাতে৷ মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে তারা “freedom of navigation” অপারেশন চালাচ্ছে৷ তারই একটি পদক্ষেপ এটি।

পেন্টাগনের মুখপাত্র লেফটনেন্ট কর্নেল ক্রিস্টোফার লোগান জানিয়েছেন, সব অপারেশন আন্তর্জাতিক আইন মেনে করা হচ্ছে৷ যেখানে আন্তর্জাতিক আইন অনুমতি দেয় সেখানেই যাচ্ছে মার্কিন বায়ু, জল ও স্থলবাহিনী৷ “এটি গ্লোবাল পার্টনারশিপ, গ্লোবাল ডমিনেন্স নয়৷” বলছে যুক্তরাষ্ট্র৷


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর