২২ অক্টোবর, ২০১৮ ১০:৩৩

'দখলদার' ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দেয়ার হুমকি হামাসের

অনলাইন ডেস্ক

'দখলদার' ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দেয়ার হুমকি হামাসের

রক্তাক্ত গাজা উপত্যকা

ফিলিস্তিনের গাজায় সক্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়ার গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা তাহির নুনু রবিবার এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল যদি গাজায় আগ্রাসন চালানোর মতো কাপুরুষতা দেখায়, তা হলে ফিলিস্তিনিদের পক্ষ থেকে তীব্র প্রতিরোধের সম্মুখীন হবে। বিশেষ করে হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড দখলদার বাহিনীকে উপযুক্ত শিক্ষা দেবে।

গাজা উপত্যকার ওপর গত ১১ বছর ধরে আরোপিত অবরোধ ভাঙা এবং ইহুদিবাদীদের দখলে থাকা ফিলিস্তিনি মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে এ বছরের ২৮ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে যাচ্ছেন ফিলিস্তিনি জনগণ।

তিনি বলেন, নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য ফিলিস্তিনি জনগণ যে আন্দোলন করছে, তা দমন করার লক্ষ্যে ইসরাইল গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে চায়। কিন্তু তা হতে দেয়া হবে না এবং ফিলিস্তিনি জনগণের প্রতিবাদ বিক্ষোভও থামানো যাবে না।

প্রথম দিকে প্রতিদিন এ বিক্ষোভ হলেও বর্তমানে প্রতি শুক্রবার এ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দমনে ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে এ পর্যন্ত অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তাদের মধ্যে ২৮ মার্চ প্রথম দিনের বিক্ষোভেই অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেন ইসরাইলি সেনারা।

বিডি প্রতিদিন/ফারজানা
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর