১২ নভেম্বর, ২০১৮ ০৩:০০

পরমাণু অস্ত্র নিক্ষেপের বৃ্ত্ত সম্পূর্ণ করল ভারত

অনলাইন ডেস্ক

পরমাণু অস্ত্র নিক্ষেপের বৃ্ত্ত সম্পূর্ণ করল ভারত

ফাইল ছবি

স্থলপথে বা আকাশপথে পরমাণু অস্ত্র নিক্ষেপের ব্যবস্থা আগেই ছিল ভারতের। এবার সমুদ্রের গভীরেও শত্রুকে পরমাণু অস্ত্রে ঘায়েল করার সব বন্দোবস্ত করে ফেলল ভারত। আইএনএস অরিহন্তের হাত ধরে সম্পূর্ণ হল সেই বৃত্ত। ভারতীয় নৌসেনার এই নতুন সদস্য সম্পূর্ণভাবে এখন সক্রিয়।

জানা গেছে, আইএনএস অরিহন্ত বিশেষ টহলদারি শেষ করে গন্তব্যে ফিরেছে। সেই সাফল্য উপলক্ষে অরিহন্তকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অরিহন্তের সদস্যদের উদ্দেশে মোদী বলেন, "দেশের সুরক্ষায় একটা বড়সড় ভূমিকা নেবে আইএনএস অরিহন্ত। দেশের শত্রুদের জন্য এটা একটা ওপেন চ্যালেঞ্জ।"

এর আগে এই বৃত্তের অংশ হিসেবে ছিল অগ্নি ব্যালিস্টিক মিসাইল ও ফাইটার বম্বার। তবে পানির তলায় পরমাণু অস্ত্র চালনার জন্য সাবমেরিনের অভাব ছিল ভারতের। এই সাবমেরিন সেই বৃত্ত সম্পূর্ণ করল। আর এটাই সবচেয়ে বেশি গোপন হাতিয়ার হিসেবে গণ্য হবে। কারণ একে চিহ্নিত করা শত্রুপক্ষের জন্য বেশ কঠিন। আর ভারত মহাসাগরে যেভাবে চীনের আনাগোনা বাড়ছে, তাতে ভারতকে এই সাবমেরিক ব্যবহার করতেই হবে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর