শিরোনাম
১২ নভেম্বর, ২০১৮ ০৯:১৫

শীর্ষ আয়কর আদায়কারী দেশ বেলজিয়াম

অনলাইন ডেস্ক

শীর্ষ আয়কর আদায়কারী দেশ বেলজিয়াম

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ‘ট্যাক্সিং ওয়েজেস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ আয়কর আদায়কারী দেশ হিসেবে বেলজিয়ামের নাম উঠে এসেছে। দেশটিতে কর আদায়ের হার ৫৪ শতাংশ। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। দেশটিতে এ খাত থেকে আদায় হয় ৪৯ দশমিক ৪ শতাংশ। 

শীর্ষ দশে অন্য দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে হাঙ্গেরি। দেশটিতে আয়কর আদায় হয় ৪৮ দশমিক ২ শতাংশ। ৪৮ দশমিক ১ শতাংশ কর আদায় করে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। পঞ্চম স্থানে থাকা ইতালির আয়কর আদায়ের হার ৪৭ দশমিক ৮ শতাংশ।

অস্ট্রিয়ার অবস্থান ষষ্ঠ। তাদের আয়কর আদায়ের হার ৪৭ দশমিক ১ শতাংশ। অন্যান্য দেশের মধ্যে ফিনল্যান্ড (সপ্তম) আদায়ের হার ৪৩ দশমিক ৮ শতাংশ। চেক প্রজাতন্ত্র (অষ্টম) ৪৩ শতাংশ। সুইডেন (নবম) ৪২ দশমিক ৮ শতাংশ এবং স্লোভেনিয়া (দশম) ৪২ দশমিক ৭ শতাংশ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর