১২ নভেম্বর, ২০১৮ ১০:৩৩

ট্রাম্প-কিমের প্রেম পর্ব শেষ!

অনলাইন ডেস্ক

ট্রাম্প-কিমের প্রেম পর্ব শেষ!

সিঙ্গাপুরে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা কিম জং-উনের 'অন্তরঙ্গতা' দেখেছে বিশ্ব। ট্রাম্প তো একবার স্বীকারও করে নিয়েছিলেন, তিনি কিমের 'প্রেমে' পড়েছেন। তবে এখন মনে হচ্ছে, প্রেম তো দূরের কথা, একে অপরের সঙ্গে আলোচনাই বন্ধ করে দিয়েছেন বিশ্বের আলোচিত দুই নেতা।

বর্তমানে কেউ কারও দিকে তাকাচ্ছেন না, অন্যের অপেক্ষায় আছেন, অপরের পদক্ষেপের অপেক্ষা করছেন। দুই পক্ষই নিজের অবস্থানে অনড়। গত ১২ জুন সিঙ্গাপুরে প্রথমবারের মত বৈঠকে বসেন তারা। দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না।

বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে আলোচনা করতে কিম জং উনের সহযোগী কিম ইয়ং-চোলের নিউ ইয়র্ক ভ্রমণের কথা ছিল। কিন্তু সেই পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বলা হয়েছে বৈঠকের তারিখ পূননির্ধারণ করা হবে। ট্রাম্পও বলেছেন, সবকিছু যেভাবে এগোচ্ছে তাতে তিনি 'খুশি'। তার কোনো 'তাড়াহুড়ো' নেই।

প্রসঙ্গত, এখনো উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর