১২ নভেম্বর, ২০১৮ ১৬:৪৬

প্যারিসে ট্রাম্প-পুতিনের সংক্ষিপ্ত আলোচনা

অনলাইন ডেস্ক

প্যারিসে ট্রাম্প-পুতিনের সংক্ষিপ্ত আলোচনা

ফ্রান্সের প্যারিসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের শতবছর স্মরণ অনুষ্ঠানের ফাঁকে তাদের মধ্যে এ আলোচনা হয়। খবর হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, ফ্রান্সের প্যারিসে গতকাল রবিবার স্মরণ অনুষ্ঠানের পর দুপুরের খাবারের সময় দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।  এ ব্যাপারে ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে তার সংক্ষিপ্ত আলোচনা ভালো হয়েছে। 

এদিকে, হোয়াইট হাউসের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, রবিবার দুপুরের খাবারের সময় ট্রাম্পের সাথে পুতিন, ম্যাক্রোঁ ও মের্কেলসহ বিশ্ব নেতাদের মধ্যে 'গঠনমূলক' আলোচনা হয়েছে।

গত শুক্রবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে প্যারিসে যান ট্রাম্প।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর