১৩ নভেম্বর, ২০১৮ ০০:৩৯

'ছেঁড়া জিন্স' বিক্রি করে নতুন বিতর্কে রামদেব!

অনলাইন ডেস্ক

'ছেঁড়া জিন্স' বিক্রি করে নতুন বিতর্কে রামদেব!

ফাইল ছবি

‘পতঞ্জলি পরিধান’। এই নামেই ভারতের দিল্লিতে সম্প্রতি আত্মপ্রকাশ করল ভারতীয় যোগগুরু বাবা রামদেবের পরিধেয় বস্ত্রের প্রতিষ্ঠান। সূচনাতেই শিরোনামে রামদেব বাবার দেশি সংস্কারী পোশাক সংস্থা।

রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে ‘সস্তা’য় বস্ত্র বিক্রয় করতে বাজারে নেমেছে ভারতীয় যোগগুরু রামদেবের সংস্থা। সব বয়সীদের জন্যে একই ছাদের তলায় রামদেবের এই প্রতিষ্ঠান তিনটি ব্র্যণ্ডের জামাকাপড়ের আয়োজন করেছে। আস্থা, লিভফিট ও সংস্কার- এই তিনটি ব্র্যাণ্ডের তিন হাজার পোশাক আপাতত পাওয়া যাচ্ছে বলে দাবি এই সংস্থার। 

গোল বেধেছে এই সংস্থার সংস্কারী ব্র্যান্ডটিকে নিয়ে। দেখা যাচ্ছে, ছেঁড়া জিনস বিক্রি করছে সংস্থাটি। ‘স্বদেশি’র নাম করে প্রচার করে ছেঁড়া জিনস বিক্রি কতটা যৌক্তিক, প্রশ্ন উঠছে।

রামদেব অবশ্য এই নিয়ে মাথা ঘামাচ্ছেন না। সপাটে বলছেন বিদেশি পণ্যকে টেক্কা দেবেন দামের দিক দিয়ে। ইতিমধ্যেই ‘স্বদেশি গুরুদেব’র সংস্থা প্রচার করছে একটি জিনস ও দু’টি টি-শার্ট তিনি বিক্রি করছেন ১১০০ টাকায়। এই পোশাক নাকি অন্য সংস্থাগুলি বিক্রি করে ৭০০০ টাকায়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর