১৩ নভেম্বর, ২০১৮ ০৮:২৯

যে কারণে জাপানি তরুণদের মাঝে বেড়েছে আত্মহত্যার প্রবণতা

অনলাইন ডেস্ক

যে কারণে জাপানি তরুণদের মাঝে বেড়েছে আত্মহত্যার প্রবণতা

সম্প্রতি জাপানি তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে শিশু ও তরুণদের আত্মহত্যার প্রবণতা অনেক বেশি দেখা গেছে। দেশটির এক সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। 

খবরে বলা হয়, জাপানের পরিচালিত এক সমীক্ষা থেকে জানা যায়, ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে ২৫০ জন শিশু ও তরুণ নিজেদের জীবন কেড়ে নিয়েছে নিজেরাই। এর কারণ সম্পর্কে জাপানের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, অপমানের শিকার হয়ে অনেক শিশু ও তরুণ আত্মহত্যা করছে। এছাড়া বিভিন্ন পারিবারিক ইস্যু এবং চাপ থেকেও এই সমস্যা তৈরি হচ্ছে।

এখন পর্যন্ত বেশি আত্মহত্যা করেছে হাইস্কুল শিক্ষার্থীরা। ১৯৮৬ সালের পর এই প্রথম জাপানি শিশু ও তরুণদের মধ্যে এমন অবস্থা দেখা যাচ্ছে। এতে শঙ্কিত হয়ে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে ১৯৮৬ সালে ২৬৮ জন আত্মহত্যা করেন। 

প্রসঙ্গত, জাপানে আত্মহত্যার সংখ্যা গণনায় বছর বিবেচনা করা হয় সেপ্টম্বরের ১ তারিখ থেকে। এ হিসাবে ২০০৩ সালের তুলনায় ২০১৭ সালে মোট আত্মহত্যাকারীর সংখ্যা কমলেও বেড়েছে শিশু ও তরুণ আত্মহত্যাকারীর সংখ্যা।


বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর