১৪ নভেম্বর, ২০১৮ ১৪:১৬

'খাশোগি হত্যা রহস্য উন্মোচনে কাজ করছে কানাডা'

অনলাইন ডেস্ক

'খাশোগি হত্যা রহস্য উন্মোচনে কাজ করছে কানাডা'

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগি হত্যার সময়কার অডিও রেকর্ডিং কানাডার গোয়েন্দারা শুনেছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  প্যারিসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।  খবর রয়টার্সের।

ট্রুডো বলেন, খাশোগি হত্যাকাণ্ডের সত্যতা উন্মোচনে তুরস্কের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে কানাডার গোয়েন্দা সংস্থাগুলো।  এই প্রথম কোনও পশ্চিমা দেশের প্রধান খাশোগি হত্যার অডিও রেকর্ডিং শোনার কথা জানালেন।  এর আগে, গত শনিবার সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের কাছে এ হত্যাকাণ্ডের অডিও রেকর্ড পাঠানোর কথা জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর