১৫ নভেম্বর, ২০১৮ ০৫:৪৮

যুক্তরাষ্ট্র থেকে আরও তেল-গ্যাস আমদানি করবে ভারত!

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে আরও তেল-গ্যাস আমদানি করবে ভারত!

যুক্তরাষ্ট্র থেকে আরও তেল ও গ্যাস আমদানির জন্য প্রস্তুত ভারত। বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বুধবার সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে একথা জানান।

এ ব্যাপারে বিজয় গোখলে বলেন, বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও তেল-গ্যাস আমদানি করতে আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি। এ সময় তিনি আরও বলেন, চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ভারত ৪ বিলিয়ন ডলারের তেল আমদানি করবে বলে আশা করছি। 

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে চলতি মাসের শুরুতে ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে ভারত, চীন, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, গ্রিস ও তাইওয়ানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। 

পরবর্তীতে তেলের দাম বাড়ার আশঙ্কায় ওয়াশিংটন ভারতসহ আট দেশকে ইরান থেকে তেল কেনার অনুমতি দেয়।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর