শিরোনাম
১৫ নভেম্বর, ২০১৮ ১১:১১

সরিয়ে দেয়া হয়েছে হোয়াইট হাউজ কর্মকর্তা মীরা রিকারর্ডেলকে

অনলাইন ডেস্ক

সরিয়ে দেয়া হয়েছে হোয়াইট হাউজ কর্মকর্তা মীরা রিকারর্ডেলকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ঝামেলার পর হোয়াইট হাউজের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মীরা রিকারর্ডেলকে চাকরিচ্যুত করা হয়েছে।

বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স মিরার হোয়াইট হাউজ ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে মীরাকে হোয়াইট হাউজে নিয়োগ দেন জন বোল্টন। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করতেন মীরা। যুক্তরাষ্ট্র সরকারে ১০ বছর কাজের অভিজ্ঞতা আছে তার। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনেও কাজ করেছেন তিনি। 

চলতি সপ্তাহে মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, হোয়াইট হাউজে দায়িত্বপালনের যোগ্য নন মীরা। গত অক্টোবর মাসে আফ্রিকা সফরের সময়ে মীরার সময় ঝামেলা বাঁধে মেলানিয়ার। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানিয়েছে, ওই সফরের সময় বিমানের আসনব্যবস্থা নিয়ে মীরার সঙ্গে ঝগড়া হয়েছিল মেলানিয়ার। সফরের সময় দেয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া জানান, 'হোয়াইট হাউজের কিছু লোককে তিনি বিশ্বাস করেন না। তিনি তার সৎ পরামর্শ ট্রাম্পকে দিয়েছেন, এবার ট্রাম্প তার করণীয় ঠিক করবেন।'
সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর