১৭ নভেম্বর, ২০১৮ ০৪:৩৫

গ্রিনল্যান্ডে প্যারিস-ওয়াশিংটনের মতো বিশাল গর্ত!

অনলাইন ডেস্ক

গ্রিনল্যান্ডে প্যারিস-ওয়াশিংটনের মতো বিশাল গর্ত!

সংগৃহীত ছবি

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রিনল্যান্ডের বরফের নিচে প্যারিস কিংবা ওয়াশিংটন ডিসির আয়তনের সমান গর্ত খুঁজে পেয়েছেন। বুধবার জার্নাল সায়েন্স অ্যাডভান্সে আবিষ্কারটি নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আবিষ্কৃত সেই গর্তটির গভীরতা ১ হাজার ফুট, চওড়ায় ৩১ কিলোমিটার। 

তবে প্রকৃত অর্থে প্যারিস বা ওয়াশিংটন ডিসির মতো শহরের উপস্থিতি গ্রিনল্যান্ডের বরফের নীচে নেই। আসলে একটা বিরাটাকারের গর্ত খুঁজে পেয়েছেন গবেষকরা। সেই গহ্বর কতটা বিশালাকার তা বোঝাতেই প্যারিস, ওয়াশিংটনের তুলনা টেনেছে নাসা।

২০১৫ সালে জুলাইয়ে ডেনমার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের একদল গবেষক প্রথম এই বিশালাকার গর্ত দেখতে পান। রফের নিচে ডুবে থাকা গ্রিনল্যান্ড দেখতে কেমন? তারই একটা মানচিত্র বানাচ্ছিল গবেষকদের ওই দলটি। তখনই হিয়াওয়াথা গ্লেসিয়ারের নিচে এই বিরাট গর্তের সন্ধান পান তারা। পরে নাসার বিজ্ঞানীদের সঙ্গে মিলিতভাবে গবেষণা চালিয়ে এ গর্তটি খুঁজে পান তারা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর