১৭ নভেম্বর, ২০১৮ ০৮:৫৫

এমপিরা কেড়ে নিলেন স্পিকারের চেয়ার, ছোঁড়া হল মরিচ গোলা পানি

অনলাইন ডেস্ক

এমপিরা কেড়ে নিলেন স্পিকারের চেয়ার, ছোঁড়া হল মরিচ গোলা পানি

রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার শ্রীলঙ্কার পার্লামেন্টে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। শুক্রবার তৃতীয় দিনের অধিবেশনে পার্লামেন্টে ব্যাপক হট্টগোল করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) জোটের আইনপ্রণেতারা। খবর আল-জাজিরার।

প্রেসিডেন্টের উপস্থিতিতেই স্পিকারের চেয়ার দখল করে নেন তার দলের এমপিরা। শুধু তাই নয়, বরখাস্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্সের এমপিদের ওপর ছুঁড়ে মারেন হয় মরিচের গুঁড়া মেশানো পানি। ছুঁড়ে মারেন পার্লামেন্টের চেয়ার-টেবিল, তাক ভেঙে ছুঁরে মারা হয় বই।

এতে মাথা ফেটে যায় কয়েকজন এমপির। পার্লামেন্টের জরুরি চিকিৎসা কেন্দ্রে তাদের চিকিৎসা দেওয়া হয়। 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় অধিবেশন শুরু হয়। পার্লামেন্টে প্রবেশের সময় এমপিদের শরীর তল্লাশি করা হয়। কারণ আগের দিন বৃহস্পতিবার ছুরি নিয়ে প্রবেশ করেন বিক্রমাসিংহের ইউএনএফের দুই এমপি। এরপরই হট্টগোল শুরু করে সিরিসেনা ও রাজাপাকসের এমপিরা।

আগের দিনও একইভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ‘দুই প্রধানমন্ত্রী’র এমপিরা। আগের দিনের মত দফায় দফায় মারামারি ও ঘুষাঘুষিও হয়। আহত এক এমপিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর