১৭ নভেম্বর, ২০১৮ ১৩:১১

রোহিঙ্গা নির্যাতন: জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে নতুন প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা নির্যাতন: জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে নতুন প্রস্তাব পাস

রোহিঙ্গা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আরও একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। শুক্রবার পাস হওয়া এই প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর বর্ববর নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়েছে।

পাশাপাশি এই মুসলিম জনগোষ্ঠীকে নাগরিকত্ব দেওয়ার পথ তৈরি করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। খবর এসবিএস নিউজের।

জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার বিষয়ক কমিটিতে (থার্ড কমিটি) ১৪২-১০ ভোটে প্রস্তাবটি পাস হয়।

চীন ও রাশিয়ার পাশাপাশি মিয়ানমারের প্রতিবেশী দেশ ক্যাম্বোডিয়া ও লাওস প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। আর ২৬টি দেশ ভোট দানে বিরত ছিল।

থার্ড কমিটিতে গৃহীত এই প্রস্তাব আগামী ডিসেম্বরে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের প্লেনারিতে উপস্থাপিত হবে।

মুসলিম দেশগুলোর জোট ওআইসির পক্ষে বাংলাদেশ ও ইউরোপের জোট ইইউর পক্ষে অস্ট্রিয়া যৌথভাবে এই প্রস্তাবটি তুলেছিল।

প্রস্তাবের পক্ষে ওআইসির পক্ষে বক্তব্যে জাতিসংঘ তুরস্কের স্থায়ী প্রতিনিধি ফরিদুন সিনিরলিগ্লু বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে নানা কৌশলে নির্যাতিত হয়ে আসছে, ২০১৭ সালে তাদের উপর অভিযান ছিল ওই কৌশলেরই একটি ধাপ।

সবাই মিলে সমন্বিত একটি কৌশল প্রণয়ন করতে না পারলে এই সঙ্কটের সমাধান অসম্ভব বলে মত প্রকাশ করেন তিনি।

তুরস্কের প্রতিনিধি বলেন, ওআইসি মনে করে, রোহিঙ্গাদের তাদের অধিকার নিয়ে মিয়ানমারে বসবাস নিশ্চিত করতে হবে, আর তাদের উপর নিপীড়নকারীদের শাস্তি না হলে এটা অসম্ভব।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর