১৭ নভেম্বর, ২০১৮ ১৮:৩৫

হাতির জন্য হাসপাতাল!

অনলাইন ডেস্ক

হাতির জন্য হাসপাতাল!

'হাতি মেরে সাথী, অবহেলা করলে চলে? তাই তো আস্ত একটা হাসপাতাল শুধুই হাতির চিকিৎসায়। যেখানে থাকছে হাতি কেয়ার রুম, হাতি এক্স-রে রুম থেকে কত কী!!

শুক্রবার এমনই একটি বিষেশায়িত হাসপাতাল ভারতের মথুরায় উদ্বোধন করা হয়েছে। এটি ভারতে হাতির জন্য প্রথম বিষেশায়িত হাসপাতাল। 

যেখানে শুধুই হাতিদের চিকিৎসা হবে। রয়েছে লেসার ট্রিটমেন্ট, দাঁতের এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, হাইড্রোথেরাপি থেকে অপারেশনের ব্যবস্থাও। 

ভারতের বেসরকারি একটি সংস্থার উদ্যোগে হাসপাতালটি তৈরি করা হয়েছে। সংস্থাটির দাবি, নতুন এই হাসপাতালটি তৈরি হওয়ার ফলে ভারতে বিনা চিকিৎসায় হাতি মৃত্যুর হার কমবে। তাছাড়া উপযুক্ত পরিকাঠামো পাওয়ায় শিশু হাতির মৃত্যুর পরিমাণও কমবে। সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর