১৮ নভেম্বর, ২০১৮ ০১:১৬

যুক্তরাষ্ট্রের কাছ থেকে 'রোমিও' কিনবে ভারত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে 'রোমিও' কিনবে ভারত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে 'MH-60 রোমিও' নামের একটি হেলিকপ্টার কিনতে চায় ভারত সরকর। হেলিকপ্টারের দাম দুই বিলিয়ন ডলার। গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা দফতর এই খবর জানিয়েছে।

জানা যায়, রোমিও সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রুর সাবমেরিন খুঁজে বের করার ক্ষেত্রে পারদর্শী। মনে করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে কথাবার্তা হয়ে চুক্তিটি চূড়ান্ত হয়ে যাবে। কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, ভারত ইতিমধ্যে নিজেদের চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘জরুরি চিঠি’ পাঠিয়েছে। চিঠিতে ২৪টি ক্ষমতাসম্পন্ন 'MH 60 রোমিও সি-হক হেলিকপ্টারের প্রয়োজনের কথা বলা হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর