১৮ নভেম্বর, ২০১৮ ১২:০৯

ইন্দোনেশিয়ায় সরকারি পদে বেসরকারি কর্মী নিয়োগের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় সরকারি পদে বেসরকারি কর্মী নিয়োগের সিদ্ধান্ত

মৌলিক দক্ষতা নিরুপণ পরীক্ষায় সরকারি কর্মীদের বেশিরভাগই ফেল করায় সরকারি পদে বেসরকারি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। প্রশাসনিক ও আমলাতান্ত্রিক সংস্কার মন্ত্রী সিফ্রুদ্দিনের উদ্ধৃতি দিয়ে জাকার্তা পোস্ট আজ রবিবার এ খবর প্রকাশ করেছে।

মন্ত্রী বলেছেন, বেসরকারি কর্মীরা সরকারি চাকরির প্রাথমিক শ্রেণিগুলোতে নিয়োগ পেতে পারে এবং তাদের অবশ্যই সেই দক্ষতা থাকতে হবে যা সরকারি চাকরিজীবীদের নেই। তবে এটি এ বছরই হচ্ছে না, আগামী বছর থেকে এ নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। 

স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক বলেছেন, আমরা সেরা কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ করবো। যেসব পদে সরকারি কর্মীদের নিয়োগ দেয়া যাচ্ছে না সেসব পদ বহিরাগতদের দিয়ে পূরণ করা হবে।

মৌলিক দক্ষতা নিরুপণ পরীক্ষায় বেশিরভাগ ফেল করায় বেসরকারি কোম্পানি থেকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। গত সপ্তাহে ন্যাশনাল সিভিল সার্ভিস এজেন্সি প্রকাশ করে মৌলিক দক্ষতা নিরুপণ পরীক্ষায় মোট আবেদনকারীর ৬০ ভাগ পরীক্ষা দেয় এবং তাতে পাশের হার ছিল মাত্র ১০ শতাংশ। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর