১৮ নভেম্বর, ২০১৮ ১৫:৪৯

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা, নিহত ৩

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসর শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলায় নিহত হয়েছেন তিন জন। এ হামলায় আহত হয়েছেন আরও ১০ জন। রবিবার বেলা ১২টা দিকে দেশটির অমৃতসরের আধিবালা গ্রামে ‘নিরঙ্করী’ সম্প্রদায়ের এক অনুষ্ঠান চলাকালে গ্রেনেড ছুড়ে মারে কিছু দুষ্কৃতি। মোটরসাইকেলে করে এসে হামলা চালায় দুষ্কৃতিরা।

প্রত্যক্ষদর্শীরাজানান, মুখ ঢেকে মোটরসাইকেল চড়ে আসা দুই ব্যক্তি ‘নিরঙ্করী ভবনে’ গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ আইভি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সুরিন্দর পল সিং সাংবাদিকদের বলেন, প্রতি রোববার ‘নিরঙ্করী’ উপাসনালয়ে হাজারো পুণ্যার্থী জড়ো হন। হামলার সময়ও উপাসনালয়ের ভেতরে ৫০০ পুণ্যার্থী ছিলেন।

সম্প্রতি রাজ্যে ৬-৭ জন সন্ত্রাসী প্রবেশে করেছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর পাঞ্জাবজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যদিও গত সপ্তাহে পাঠানকোট শহরের মাধোপুর এলাকায় চারজনকে ধরে ফেলা হয়। অমৃতসরে এই হামলার পর দিল্লিতে নিরঙ্করী আশ্রমেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর