Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ নভেম্বর, ২০১৮ ১৭:২০
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮ ১৭:২০

যুক্তরাষ্ট্র-চীন বিতর্কে অ্যাপেক নেতাদের মধ্যে বিভক্তি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র-চীন বিতর্কে অ্যাপেক নেতাদের মধ্যে বিভক্তি

বাণিজ্য ব্যবস্থার সংস্কার ইস্যুতে যুক্তরাষ্ট্রু ও চীন দুই মেরুতে অবস্থান নেওয়ায় এই প্রথমবারের মতো কোনো লিখিত ঘোষণার বিষয়ে একমত হতে ব্যর্থ হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) নেতারা।

ঐক্যমত না হওয়ার বিষয়ে সম্মেলনের আয়োজক ও পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী ও' নিল বলেছেন, দুটি বৃহৎ শক্তি (যুক্তরাষ্ট্র ও চীন) সম্মেলন কক্ষে আছেন। আমার কী বলার আছে?

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো স্বীকার জানিয়েছেন, 'বাণিজ্য সম্পর্কিত কিছু বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণ নেতারা ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।'

বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার চায় যুক্তরাষ্ট্র। আর তাতে একমত নয় চীন। ও' নীল বলেছেন, 'বিশ্ব বাণিজ্য সংস্থার ওপর আমাদের কোনো হাত নেই। এটাই মূল বিষয়। এসব বিষয় বিশ্ব বাণিজ্য সংস্থায় তোলা যেতে পারে।' সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য