১৮ নভেম্বর, ২০১৮ ২১:৫৩

সিরিয়ায় আইএসের দখলে থাকা এলাকা পুনরুদ্ধার

অনলাইন ডেস্ক

সিরিয়ায় আইএসের দখলে থাকা এলাকা পুনরুদ্ধার

ফাইল ছবি

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলে অভিযান চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন কুর্দি-আরব বাহিনীসহ দেশটির সরকারি বাহিনী। এবার দেশটির দক্ষিণাঞ্চলের জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে থাকা সবশেষ এলাকা পুনরুদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনী।

পর্যবেক্ষকদের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দামেস্ক ও সুয়েদা প্রদেশের মধ্যবর্তী অঞ্চল থেকে আইএস সদস্যদের হটিয়ে পুনরায় সেখানকার নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বাহিনী।  সরকারি বাহিনীর অভিযানের মুখে আইএস সদস্যরা শনিবার ওই এলাকা ছেড়ে পূর্বাঞ্চলীয় বাদিয়া মরুভূমির দিকে সরে যেতে বাধ্য হয়। এরমধ্য দিয়ে আইএসের দখলে থাকা সর্বশেষ ওই অঞ্চলটি আসাদ বাহিনী পুনরুদ্ধার করলো বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। এদিকে, সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর