১৯ নভেম্বর, ২০১৮ ০৪:৩৬

'ইসরায়েলকে কখনো স্বীকৃতি দেবে না পাকিস্তান'

অনলাইন ডেস্ক

'ইসরায়েলকে কখনো স্বীকৃতি দেবে না পাকিস্তান'

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশ কখনোই কুদস দখলদার ইসরায়েল সরকারকে স্বীকৃতি দেবে না। রবিবার লাহোরের গভর্নর ভবনে পাকিস্তানের আলেম সমাজের এক সমাবেশে দেয়া বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আলভি বলেন, এই দখলদার সরকারকে স্বীকৃতি না দেয়ার ব্যাপারে মুসলিম দেশগুলোর মধ্যে যে ঐক্যমত্য আছে তা থেকে পাকিস্তান সরে যাবে না।

কয়েকদিন আগেও পাক প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের গোপন যোগাযোগ হচ্ছে না।

সম্প্রতি পাকিস্তানের একজন পার্লামেন্ট সদস্য বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে পাকিস্তান। তার ওই বক্তব্য পাকিস্তানি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। হাজার হাজার পাকিস্তানি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ইসলামাবাদকে হুঁশিয়ারি করে দেন। 

বিক্ষোভকারীরা ইসরায়েলের মোকাবিলায় নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি তাদের সমর্থন ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর