১৯ নভেম্বর, ২০১৮ ১০:৫০

নিজেকে হিটলারের সঙ্গে তুলনা, আবারও বিতর্কে ইমরান খান

অনলাইন ডেস্ক

নিজেকে হিটলারের সঙ্গে তুলনা, আবারও বিতর্কে ইমরান খান

আবারও বিতর্কে জড়ালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান। এবার নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করে জন্ম দিলেন এই বিতর্কের। এ সময় তিনি নিজেকে হিটলারের থেকেও স্মার্ট দাবি করেন।

সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ”রাজনীতিতে সময় মতো ‘ইউটার্ন’ নেওয়াটাই বড় বিষয়। সময় মতো ‘ইউটার্ন’ নিতে না পারায় নাৎসি জার্মানির শাসক অ্যাডলফ হিটলার ও ফরাসি সামরিক নেতা নেপোলিয়নকে যুদ্ধে হারতে হয়েছিল।” খবর নিউজ১৮’র।

এ মন্তব্যের পর পাকিস্তানজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাবেক এই ক্রিটেকার।

গণমাধ্যমের খবরে বলা হয়, নীতি নির্ধারণীর প্রশ্নে বিভিন্ন জায়গায় আপোস করার জন্য এরই মধ্যে ঘরে বাইরে বিভিন্ন জায়গায় সমালোচনার মুখে পড়েছেন ইমরান খান। নির্বাচনের আগের প্রতিশ্রুতি আর পরের কাজের মধ্যে কোনও মিল নেই বললেই চলে। 

গত ১৬ নভেম্বর সাংবাদিকরা ‘ইউটার্ন’ বিষয়ে প্রশ্ন করলে বেফাঁস মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমরান বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী “ইউটার্ন” নিতেই হয়।’

পাকিস্তানের একটি সংবাদপত্রের প্রাবন্ধিক নাদিম ফারুক লিখেছেন, ‘একদম ঠিক আছে। আমার মনে হচ্ছে এই বক্তব্য নিয়েও এবার ইউটার্ন নেবেন ইমরান খান। এটাই ওর স্বভাবসিদ্ধ ক্লাসিক স্টাইল।’

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর