২০ নভেম্বর, ২০১৮ ১০:০৭

হোয়াইট হাউসে সিএনএনের সেই সাংবাদিকের প্রেস পাস পুনর্বহাল

অনলাইন ডেস্ক

হোয়াইট হাউসে সিএনএনের সেই সাংবাদিকের প্রেস পাস পুনর্বহাল

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তর্কে জড়িয়ে নিষিদ্ধ হওয়া সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টারের প্রেস পাস পুনর্বহাল করা হয়েছে। তার প্রেস পাস ফিরিয়ে দিতে আদালতের নির্দেশের দুদিনের মাথায় সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে, মার্কিন সরকারের পরবর্তী যে কোনো সংবাদ সম্মেলন নিয়ে নতুন নিয়ম জারি করেছে তারা। নতুন নিয়ম অনুযায়ী একজন সাংবাদিক একটির বেশি প্রশ্ন করতে পারবেন না। 

জিম অ্যাকোস্টারকেও এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। 

এর আগে, চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ট্রাম্পের সঙ্গে তর্কে জড়ান সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টা। এতে ওই সাংবাদিককে ভয়ঙ্কর এবং অভদ্র আখ্যা হোয়াইট হাউসে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আনা হয়। একইসঙ্গে তার প্রেস পাস বাতিল করা হয়। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর