২০ নভেম্বর, ২০১৮ ১১:৪৭

ক্ষুব্ধ ইমরান, ট্রাম্পকে কড়া জবাব

অনলাইন ডেস্ক

ক্ষুব্ধ ইমরান, ট্রাম্পকে কড়া জবাব

আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি অভিযোগ। তারই জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগে ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করে গত রবিবার ট্রাম্প সংবাদ মাধ্যম ফক্সনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রতিবছর আমরা পাকিস্তানকে বিলিয়ন ডলার সামরিক অর্থ সাহায্য দিয়ে আসছি। বিনিময়ে তারা তাদের দেশে আল-কায়েদার নেতা লাদেনকে আশ্রয় দিয়েছিল।

ট্রাম্পের এমন অভিযোগের পর এর কড়া জবাব দিয়েছেন ইমরান খান। তিনি বলেন, ট্রাম্পের ভেবেচিন্তে কথা বলা উচিৎ। নাইন এলিভেনে যে হামলা হয়েছিল তাতে পাকিস্তানের কোন নাগরিক জড়িত ছিল না। এরপরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসীবিরোধী যুদ্ধে অংশ নিয়েছিল পাকিস্তান।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর