২১ নভেম্বর, ২০১৮ ০৩:২১

আফগানিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

সংগৃহীত ছবি

ফের জঙ্গি হামলায় রক্ত ঝরল কাবুলে। মঙ্গলবার আত্মঘাতী বোমা বিস্ফোরণে এজগন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে ৭০ জন। আফগান সরকার এই খবর নিশ্চিত করেছে। কাবুলে সাম্প্রতিকতম ভয়ঙ্কর হামলার মধ্যে এটি একটি বলে জানিয়েছে আফগান পুলিশ।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৫০ জন প্রাণ হারান। আহত ৭০ জনের বেশি।

পুলিশ জানিয়েছে, ধর্মীয় অনুষ্ঠান চলার সময় ঘটে ঘটনাটি। সেই সময় প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। তাদের মাঝে ওই ব্যক্তি নিজেকে উড়িয়ে দেন। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে বলে অনুমান করা হচ্ছে।

এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। কিন্তু অতীতে দেখা গেছে, অধিকাংশ আত্মঘাতী বিস্ফোরণের পিছনে আইএস জঙ্গিদের হাত থাকে। ঘটনার নিন্দা করছে সব মহল।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর