২২ নভেম্বর, ২০১৮ ১৪:২৮

পানামার সাবেক প্রেসিডেন্ট মার্টিনেলির দুই ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পানামার সাবেক প্রেসিডেন্ট মার্টিনেলির দুই ছেলে গ্রেফতার

পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলির দুই ছেলেকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান।

তাদের বিরুদ্ধে কয়েক কোটি মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। তারা ওডিব্রেচড কোম্পানির ঘুষের কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর বিশ্বব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গণমাধ্যমে এক বিবৃতিতে বলা হয়, ‘ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করায় পানামার নাগরিক লুইস মার্টিনেলি লিনারেস ও রিকার্ডো মার্টিনেলি-নিরারেসকে গ্রেফতার করা হয়েছে। ২০ নভেম্বর কোরাল গ্যাবেলসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই দুই ব্যক্তি বৈধভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ২০১৭ সালে তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর থেকে তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।’

মার্টিনেলি সরকার ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পানামা শাসন করে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুপ্তচর লাগানো ও ঘুষের অভিযোগের বিচারের জন্য জুনে মার্টিনেলিকে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। বাসস

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর