২২ নভেম্বর, ২০১৮ ১৫:১৬

'অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত ছাড়তে হবে'

দীপক দেবনাথ, কলকাতা:

'অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত ছাড়তে হবে'

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, যারা অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অবস্থান করছেন, সেইসব অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত ছাড়তে হবে। সর্বভারতীয় ইংরেজি টিভি চ্যানেল (টাইমস নাউ)-কে একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। 

অাসামে প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-এর চূড়ান্ত খসড়া তালিকাকেও সমর্থন জানিয়ে তাঁর অভিমত, যারা এনআরসির বিরোধিতা করছে তারা দেশের জাতীয় নিরাপত্তাকে পতন সাধনের চেষ্টা করছে। 

টাইমস নাউয়ের এডিটর-ইন-চিফ রাহুল শিবশঙ্কর-এর প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার জেনারেল রাওয়াত জানান, ‘ভারতে যারা অবৈধ ভাবে বসবাস করছে তাদের নিশ্চিতভাবে বিতাড়িত করা উচিত। যদি তারা অবৈধ হয় তবে তাদের সংযুক্ত করা উচিত এবং সেই সংযুক্তিকরণের প্রক্রিয়াটি এমনভাবে হওয়া দরকার যাতে সকল নাগরিকের কাজে আসে। 

ভারতে অবৈধ মানুষদের আশ্রয় দেওয়ার পিছনে নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের মদদ রয়েছে বলেও অভিযোগ সেনাপ্রধানের। তিনি বলেন,'কিছু মানুষ আছে তারা অবৈধ ভাবে এসেছেন এবং তাদের কোন নাগরিকত্ব নেই। অথচ কয়েকজন আছেন যারা তাদের সেই নাগরিকত্ব পাইয়ের দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন।’ 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর