৯ ডিসেম্বর, ২০১৮ ০১:১৪

ক্ষেপণাস্ত্র বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ইরান!

অনলাইন ডেস্ক

ক্ষেপণাস্ত্র বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ইরান!

ফাইল ছবি

আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক অস্ত্রের পাল্লা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ইরান। আর এ জন্যে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ।

শনিবার ইরানের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমাদের হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির পাল্লা বাড়ানো। আমরা ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির পাল্লা বাড়ানোর চেষ্টা করছি যার কোন সীমা-পরিসীমা থাকবে না। কারণ অন্য বাহিনীর পাশাপাশি বিমান বাহিনীকে দেশের জন্য প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করতে হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর