৯ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩৩

ভারত কোনো ধর্মশালা নয় : অমিত শাহ

দীপক দেবনাথ, কলকাতা

ভারত কোনো ধর্মশালা নয় : অমিত শাহ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, ভারতীয়দের দেশের সম্পদ ব্যাবহারে পুরো অধিকার রয়েছে এবং এই দেশ ধর্মশালা (দাতব্য আশ্রয়স্থল) নয় যে অবৈধ অনুপ্রবেশকারীরা এখানে এসে স্থায়ী ভাবে বসবাস করতে পারবে। অবৈধ অনুপ্রবেশকারীদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি হিসাবে বর্ণনা করে তার অভিমত দেশের মূল সমস্যা দূর করতে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-ই একমাত্র পথ। 

শনিবার দিল্লিতে সর্বভারতীয় হিন্দি পত্রিকা ‘দৈনিক জাগরণ’ মিডিয়া গ্রুপ আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে অমিত শাহ বলেন ‘এনআরসি-এর সাথে বিজেপিকে জড়িয়ে ফেলে বিষয়টিকে দেখাটা টিক হবে না। দেশের মৌলিক সমস্যাকে দূর করতে এটি কার্যকর করা দরকার। কিন্তু বাইরে থেকে যে কেউ এদেশে আসবে আর স্থায়ীভাবে বসবাস শুরু করে দেবে-এটা কি করে সম্ভব? একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। যারা এদেশের নাগরিক, একমাত্র তারাই এখানে থাকতে পারে এবং তাদেরই দেশের সম্পদ ব্যবহারের অধিকার আছে। এই দেশ কোন ধর্মশালা নয় যে যে কেউ এখানে এসে স্থায়ী ভাবে থেকে যাবেন।’  
অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের তোপ দেগে বিজেপি সভাপতি বলেন, ‘গত ৭০ বছর ধরে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এবং এটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় হুমকি। এদের চিহ্নিত করা দরকার। পরে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া উচিত। বিজেপি পুরোপুরি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করে বিতাড়নের নীতিতে বিশ্বাসী।’  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর