১০ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৩

ভারত মহাসাগরে ভয়ঙ্কর মহড়ায় নামছে ইরান

অনলাইন ডেস্ক

ভারত মহাসাগরে ভয়ঙ্কর মহড়ায় নামছে ইরান

ফাইল ছবি

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্করসব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে এ বছর শীতকালে ইরানের নৌবাহিনী ভারত মহাসাগরে মহড়া চালাবে। ইরানের নৌবাহিনীর শক্তিমত্তা প্রদর্শন এবং সক্ষমতা ও দক্ষতা শক্তিশালী করার লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ ব্যাপারে ইরানের নৌবাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি বলেন, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাকরান উপকূল থেকে গভীর সমুদ্র পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হবে। খবর বার্তা সংস্থা ইরনার।

এ সময় তিনি আরও বলেন, আসন্ন মহড়ায় ইরানের নৌবাহিনীর নয়া সমরাস্ত্র প্রদর্শন করা হবে। বিশেষ করে মহড়ায় সাবমেরিন ও ডেস্ট্রয়ার অংশ নেবে।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর ‘গাদির’ শ্রেণির দু'টি সাবমেরিন ইরানের নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়। এসব সাবমেরিনে অত্যাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া এই সাবমেরিন দিয়ে যুদ্ধের সময় লোকবল সরবরাহ করা সম্ভব। অত্যাধুনিক ডেস্ট্রয়ার সাহান্দ গত ১ ডিসেম্বর ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর