১২ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৬

মিয়ানমারে বন্দি রয়টার্সের দুই সাংবাদিক পুরস্কৃত

অনলাইন ডেস্ক

মিয়ানমারে বন্দি রয়টার্সের দুই সাংবাদিক পুরস্কৃত

রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় মিয়ানমারে গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত হয়ে দেশটির কারাগারে বন্দি থাকা বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াউ সোয়ে উ-কে যৌথভাবে চলতি বছরের ব্রিটিশ সাংবাদিকতা পুরস্কার দেয়া হয়েছে। 

কারাবন্দি ওই দুই সাংবাদিকের যৌথভাবে ফরেইন অ্যাফেয়ার্স জার্নালিজম বিভাগ এবং ম্যাসাকার ইন মিয়ানমার শিরোনামের প্রতিবেদনটি বছরের সেরা অনুসন্ধানী প্রতিবেদন নির্বাচিত হওয়ায় মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করা হয়। 

জীবন বাজি রেখে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার খবর সংগ্রহ করার স্বীকৃতিস্বরূপ লন্ডনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। খবর রয়টার্সের।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর