১৩ ডিসেম্বর, ২০১৮ ০৮:৩৭

কানাডায় হুয়াওয়ে কর্মকর্তা ওয়ানঝৌ’র জামিন

অনলাইন ডেস্ক

কানাডায় হুয়াওয়ে কর্মকর্তা ওয়ানঝৌ’র জামিন

কানাডায় আটক হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝৌ জামিন পেয়েছেন। ভ্যাঙ্কুভারের একটি আদালত তাকে জামিন দেন। তবে ২৪ ঘণ্টা তাকে নজরদারিতে থাকতে হবে বলে জানিয়েছে আদালত। খবর দ্য গার্ডিয়ানের। 

আদালত জামিন দেওয়ার ঘোষণা জানালে হাততালি দিয়ে স্বাগত জানান উপস্থিত সবাই। কান্নায় ভেঙে পড়েন ওয়ানঝৌ। তার আইনজীবী ডেভিড মার্টিনকে জড়িয়ে ধরেন তিনি।

ডেভিড মারটিন কানাডার স্থানীয় সংমাধ্যমকে জানান, জামিন পেলেও নজরদারিতে থাকবেন ওয়ানঝৌ। তার চলাচলের ওপরও থাকছে নিষেধাজ্ঞা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর