১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:২১

অনাস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

অনাস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনাস্থা ভোটে জয় পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত চুক্তি ব্রেক্সিট নিয়ে বিরোধী দলসহ নিজ দলের মন্ত্রীদের সমালোচনার মুখে এই পরিস্থতিতে পড়তে হয় তাকে।

স্থানীয় সময় বুধবার রাতে এই ভোট অনুষ্ঠিত হয়। এতে ২০০-১১৭ ভোটের ব্যবধানে জয় পান তিনি। খবর বিবিসির।

অনাস্থা ভোটে জয় পাওয়ার পর থেরেসা মে বলেছেন, এখন আমাদেরকে কাজটা (ব্রেক্সিট) করে ফেলতে হবে।

উল্লেখ্য, জয়ের জন্য থেরেসা মে’র দরকার ছিল ১৫৮ ভোট। সেখানে তিনি ২০০ ভোট পেয়েছেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর