১৬ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৬

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে দিলেন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে দিলেন প্রেসিডেন্ট

সস্ত্রীক রণিল বিক্রমাসিংহ

কঠোর লড়াই সংগ্রামের পর শেষ পর্যন্ত পদে পুনর্বহাল হয়েছেন শ্রীলঙ্কার বরখাস্তকৃত প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। অনেক নাটকীয়তা ও রাজনৈতিক সংঘর্ষ-উত্তেজনার পর রবিবার তিনি ফিরে পেলেন প্রধানমন্ত্রীর পদ। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এরইমধ্যে শপথ নিয়েছেন। 

গত ২৬ অক্টোবর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বরখাস্ত করেন প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহকে। এছাড়া, দেশটির সংসদও ভেঙে দেন তিনি। এরপরই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু পদ ছাড়তে অস্বীকৃতি জানান বিক্রমাসিংহে। 

তিনি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই অবস্থান করতে থাকেন। এতে দেখা দেয় সাংবিধানিক অনিশ্চয়তা।

দেশটি অস্থিতিশীলতা ভেতরে পড়ে। নানা ঘটনা ও নাটকীয়তার পর শনিবার পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। সাবেক সরকারের মন্ত্রিপরিষদের মুখপাত্র রজিতা সোনরত্নে জানান, রবিবার সকালে প্রধানমন্ত্রী হিসেবে রণিল বিক্রমাসিংহে শপথ নিয়েছেন।

বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর