১৬ ডিসেম্বর, ২০১৮ ২২:০৭

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নিন্দা জানিয়ে উত্তর কোরিয়ার হুমকি!

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নিন্দা জানিয়ে উত্তর কোরিয়ার হুমকি!

ফাইল ছবি

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণের পথ বন্ধের হুমকি দিয়েছে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশটি। রবিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে একথা জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত সোমবার উত্তর কোরিয়া নেতা কিম জং উনের একজন শীর্ষ সহকারীসহ দেশটির তিন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর এই হুমকি দিল দেশটি।

এদিকে, সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের গত জুনের বৈঠকের পর থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণের পথে এগিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়োং চোলের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল। হঠাৎ করেই গত নভেম্বরে বৈঠকটিও বাতিল করা হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর