১৭ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৯

আফগান যুদ্ধ অবসানে তালেবান-যুক্তরাষ্ট্রের বৈঠক

অনলাইন ডেস্ক

আফগান যুদ্ধ অবসানে তালেবান-যুক্তরাষ্ট্রের বৈঠক

আফগানিস্তানে টানা ১৭ বছর ধরে চলে আসা যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান। সংযুক্ত আরব আমিরাতে সোমবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ কথা জানিয়েছেন।  

জাবিউল্লাহ মুজাহিদ জানান, সৌদি আরব, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও ওই বৈঠকে অংশ নেবেন।এর আগে অন্তত দুই দফায় তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন কাতারে নিযুক্ত মার্কিন শান্তিদূত জালমাই খলিলজাদ। আর এই বৈঠক সফল হওয়ার পরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকের ঘোষণা দিল তালেবান। 

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বরও আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে দুটি সেনা ফাঁড়িতে হামলা চালিয়েছে তালেবান। ওই হামলায় অন্তত ১৪ সেনা নিহত হয়েছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর