১৭ ডিসেম্বর, ২০১৮ ১৬:১৯

মেয়ের রাগ কমাতে ব্রিটিশ রানির হস্তক্ষেপ চান মেগানের বাবা

অনলাইন ডেস্ক

মেয়ের রাগ কমাতে ব্রিটিশ রানির হস্তক্ষেপ চান মেগানের বাবা

ব্রিটিশ রাজবধূ মেগান ও তার বাবা টমাস (ডানে)

ব্রিটিশ রাজপুত্র হ্যারির সঙ্গে বিয়ের সময় থেকেই বাবা টমাস মার্কেলের (৭৪) সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় মেগানের (৩৭)। এর পর আর বাবার সঙ্গে যোগাযোগ রাখেননি মেগান। তার বাবা এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, প্রতিদিন তিনি মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। তাকে বার্তা পাঠিয়েছেন। কিন্তু এসবের কোনো জবাব মেগান দেননি। এমনকি মেগানের মা ডোরিয়া র‌্যাগল্যান্ড তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি। 

চলতি বছরের মে মাসে হ্যারি-মেগানের বিয়ে হয়। আমন্ত্রণ জানানো হলেও 'অসুস্থতাজনিত' কারণে তিনি বিয়েতে যোগ দিতে পারেননি। আগামী বছর সন্তানের জন্ম দেবেন ডাচেস অব সাসেক্স মেগান। এখনো মেয়ের স্বামী হ্যারির সঙ্গে সাক্ষাৎ হয়নি টমাস মের্কেলের। তার আশঙ্কা, মেয়ের সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি হয়তো তার নাতি-নাতনিকেও দেখার সুযোগ পাবেন না।

এ বিষয়ে তিনি ব্রিটিশ রাণী এলিজাবেথের হস্তক্ষেপ কামনা করছেন বলেও জানান। তিনি বলেন, আমি কয়েক সপ্তাহ ধরে মেগানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। প্রতিদিন মেসেজ পাঠাই। কিন্তু কোনো উত্তর পাইনি। আমি তাকে চিঠি পাঠিয়েছি।
সূত্র: ইভনিং স্ট্যান্ডার্ড

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর