১৯ ডিসেম্বর, ২০১৮ ০৮:৫৬

অনৈতিক কাজের অভিযোগ, বন্ধ হচ্ছে ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

অনৈতিক কাজের অভিযোগ, বন্ধ হচ্ছে ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান

ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠানটির অর্থ অনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে। নিউইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড এই প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানটির রয়ে যাওয়া অর্থ বিতরণের তদারকি করছেন তিনি। খবর ওয়াসিংটন পোস্টের।

বারবারা অভিযোগ করেন, ট্রাম্প এবং তার বড় তিন সন্তান এই প্রতিষ্ঠানকে নিজেদের কাজে ব্যবহার করছে। বিশেষ করে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য এই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

বারবারা বলেন, তাদের বিরুদ্ধে মামলা চলমান থাকবে। ট্রাম্প ফাউন্ডেশনের সঙ্গে বিভিন্ন অনৈতিক কাজ যুক্ত করা হয়েছে। এর মধ্যে বিব্রতকর একটি হলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এর ব্যবহার।

প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার নিয়মানুযায়ী, এতে থাকা সব সম্পদ বিচারিক পর্যবেক্ষণের মাধ্যমে বিতরণ করা হবে। এক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।


বিডি প্রতিদিন/হিমেল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর