১৯ ডিসেম্বর, ২০১৮ ১০:২৫

শ্রীলঙ্কার বিরোধী নেতা হলেন রাজাপাকসে

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিরোধী নেতা হলেন রাজাপাকসে

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শ্রীলঙ্কার পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মাহিন্দা রাজাপাকসে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ২৪ দিনের মাথায় বিরোধীদলীয় নেতা হলেন সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে। খবর নিউজফার্স্ট.এলকে’র।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) পার্লামেন্ট অধিবেশনে ইউনাইটেড পিপল’স ফ্রিডম অ্যালায়ান্সের (ইউপিএফএ) সংসদ সদস্য হিসেবে তাকে বিরোধী দলের নেতার স্বীকৃতি দেন স্পিকার কারু জয়সুরিয়া।

সেই সঙ্গে ইউপিএফএ’র সাধারণ সম্পাদক মাহিন্দা আমারাবিরা হয়েছেন বিরোধী দলের চিফ হুইপ। রাজাপাকসের পদত্যাগ ও রবিবার সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের প্রধানমন্ত্রিত্বে ফেরার মধ্যদিয়ে ৫০ দিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটে। দু’দিন পর মঙ্গলবারই প্রথম অধিবেশন বসে পার্লামেন্টে।

সংবিধান লঙ্ঘন করে এক পদক্ষেপে ২৬ অক্টোবর হঠাৎই বিক্রমাসিংহেকে বরখাস্ত করে তৎক্ষণাৎ রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এরপর থেকে রাজনৈতিক উত্তেজনা শুরু হয় দেশটিতে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর