২৪ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৫

'প্রতিরোধের মুখে সিরিয়া থেকে পালিয়েছে মার্কিন সেনারা'

অনলাইন ডেস্ক

'প্রতিরোধের মুখে সিরিয়া থেকে পালিয়েছে মার্কিন সেনারা'

বাসিনা শা’বান

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা শা’বান বলেছেন, সিরিয়া থেকে পালিয়ে গেছে মার্কিন সেনারা। আমাদের প্রতিরোধের মুখে পড়ে মার্কিন সেনাদের পালিয়ে যাওয়ার পথ বেছে নিতে হয়েছে।

এ প্রসঙ্গে বাসিনা শা’বান আরও বলেন, সিরিয়ার যে সেনাবাহিনীর প্রতিরোধের মুখে মার্কিন সরকার তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সেই সেনাবাহিনীর প্রশংসা কেউ করছে না। তবে কেউ কেউ সিরিয়া থেকে পালানোর পর একটি বাহিনীর পরাজয় ঢেকে রাখার চেষ্টা করছে।

উল্লেখ্য, কিছুদিন আগে সিরিয়া থেকে নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ায় আইএস পরাজিত হওয়ায় সেখানে মার্কিন সৈন্য রাখার প্রয়োজন নেই উল্লেখ করে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে জানান তিনি। 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর