১৬ জানুয়ারি, ২০১৯ ১০:৪৩

সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক

সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড

সংগৃহীত ছবি

বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় যুবক সত্যরূপ সিদ্ধান্ত। বুধবার ভারতীয় সময়ে ৬ টা ১৫ মিনিটের দিকে আন্টার্টিকার মাউন্ট সিডলি আগ্নেয়গিরি শৃঙ্গ জয় করেন তিনি।

৩৫ বছর ২৩৫ দিন বয়সেই এই বিরল কৃতিত্বের অধিকারী বাংলার এই পর্বতারোহী। ২০১৭ সালের ডিসেম্বরেই ভারতের প্রথম অসামরিক বাঙালি সপ্তশৃঙ্গজয়ী হিসেবে নজির গড়েছিলেন। তাঁর লক্ষ্য ছিল সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ আগ্নেগিরি জয়। সবচেয়ে কম বয়সে মাউন্ট সিডলিতে পা রাখতেই সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরির শৃঙ্গ জয় সম্পূর্ণ হল তার।

সেভেন ভলক্যানিক সামিটের মধ্যে পড়ছে মাউন্ট কিলিমাঞ্জারো (আফ্রিকা), মাউন্ট এলব্রুস(ইয়োরোপ), মাউন্ট ওজোস দেল সালাদো (দক্ষিণ আমেরিকা), মাউন্ট দামাভান্দ (এশিয়া), মাউন্ট গিলউয়ে (ওশিয়ানিয়া), মাউন্ট পিকো দে ওরিজাবা (উত্তর আমেরিকা) এবং মাউন্ট সিডলি (আন্টার্কটিকা)। প্রথম দু’টি বাদে বাকি চার মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরিতে সত্যরূপ পা রেখেছেন ২০১৮ সালেই। ২০১৯এর শুরুতেই মাউন্ট সিডলি জয় করে বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর