১৬ জানুয়ারি, ২০১৯ ১১:২৮

দ্বিতীয় বৈঠকের ব্যাপারে কিমকে ট্রাম্পের চিঠি

অনলাইন ডেস্ক

দ্বিতীয় বৈঠকের ব্যাপারে কিমকে ট্রাম্পের চিঠি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনর কাছে চিঠি পাঠিয়েছেন। কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠকের বিষয়ে তিনি এই চিঠি পাঠিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, চিঠিটি পিয়ংইয়ংয়ে গিয়ে এক মার্কিন কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন। উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান কিম ইয়ং চোল উত্তর কোরিয়ার পক্ষে সমঝোতায় নিয়োজিত। তিনি শিগগিরই ওয়াশিংটন সফর করবেন এবং দ্বিতীয় বৈঠক নিয়ে আলোচনার করবেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠককে সমর্থন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন।

সূত্র: এনডিটিভি


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর