১৭ জানুয়ারি, ২০১৯ ০৮:২৯

যে কারণে সামরিক শক্তি বাড়ালো চীন!

অনলাইন ডেস্ক

যে কারণে সামরিক শক্তি বাড়ালো চীন!

চীন ও ভারতের সামরিক বাহিনী জনবল ও অত্যাধুনিক অস্ত্রসম্ভারে সমৃদ্ধ। দুই দেশেরই রয়েছে পরমাণু অস্ত্র। তবুও আঞ্চলিক শক্তিকে ঘায়েল করতে সামরিক শক্তি আরও বাড়ালো চীন! চীন গত কয়েক বছরে উচ্চাকাঙ্ক্ষী সামরিক শক্তি সংস্কারের একটি সিরিজ তৈরি এবং যুদ্ধক্ষেত্রে সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তির লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা।

সংস্থা এ প্রতিবেদন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় চীন। আর সেজন্য চীনারা গত কয়েক বছর ধরে সামরিক শক্তির সংস্কার করছে। চীনের আশঙ্কা তাইওয়ানে হস্তক্ষেপ করা হলে এটা মোকাবিলা করতে বিদেশি বাহিনী যোগ দিতে পারে। তাই চীন বিদেশি আঞ্চলিক শক্তিকে রোধ এবং তাইওয়ানের শক্তি বৃদ্ধিতে বাধা হিসেবে কাজ করছে সুকৌশলে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর