১৯ জানুয়ারি, ২০১৯ ১০:২৮

অস্ট্রেলিয়ায় রেকর্ড তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় রেকর্ড তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

তীব্র তাপদাহে পুড়ছে অস্ট্রেলিয়ায়। রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশটিতে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। টানা দশদিনের তাপমাত্রা বৃদ্ধিতে মানুষের পাশাপাশি অনেক জন্তুর মৃত্যু ঘটেছে।

এ ব্যাপারে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার কারণে সমুদ্র সৈকত এবং গাছের নীচে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। নদীতে জন্তুদের গোসল করতে দেখা যায়।

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর