১৯ জানুয়ারি, ২০১৯ ২২:২৯

সিরিয়ায় আর কোনো হামলা সহ্য করা হবে না : হুঁশিয়ারি রাশিয়ার

অনলাইন ডেস্ক

সিরিয়ায় আর কোনো হামলা সহ্য করা হবে না : হুঁশিয়ারি রাশিয়ার

সিরিয়ায় মোতায়েন করা এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

সিরিয়ার ওপর ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, মস্কো সিরিয়ার বিমানবন্দর পুনর্নির্মাণের চেষ্টা করছে। সেখানে আর কোনো হামলা সহ্য করা হবে না।

রাশিয়ার কয়েকটি সূত্রের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত আল-কুদস আল-আরাবিয়া পত্রিকা শুক্রবার এ খবর দিয়েছে। 

রুশ কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের হামলার কারণে কয়েকটি এয়ারলাইন্স তাদের সিদ্ধান্ত পুর্নর্বিবেচনা করতে বাধ্য হয়েছে। অথচ এসব এয়ারলাইন্স সিরিয়ায় তাদের ফ্লাইট পরিচালনা করতে চেয়েছিল।

ইসরায়েল মাঝেমধ্যেই সিরিয়া ও তার মিত্রদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পর্যবেক্ষকরা মনে করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের লড়াই বিঘ্নিত করতেই ইসরাইল এসব হামলা চালায়।

সিরিয়ায় ইসরায়েলের হামলা ঠেকাতে রাশিয়া দামেস্ক সরকারকে সম্প্রতি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করেছে। ইসরায়েল এর বিরোধিতা করলেও তাতে কান দেয়নি মস্কো।

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর