শিরোনাম
১৯ জানুয়ারি, ২০১৯ ২৩:৫৮

ফ্রান্সে আশ্রয় চেয়েছেন সাবেক ইন্টারপোল প্রধানের স্ত্রী

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্সে আশ্রয় চেয়েছেন সাবেক ইন্টারপোল প্রধানের স্ত্রী

ইন্টারপোলের সাবেক প্রধান

জীবন নিয়ে শঙ্কার কারণে ফ্রান্সে আশ্রয় চেয়েছেন আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোং উইর স্ত্রী গ্রেসি মেং ও তাদের দুই সন্তান।

গত বছর ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দপ্তর থেকে বেরিয়ে চীন সফরে যাওয়ার পর ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোং  প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের। তবে নিখোঁজের বেশ কিছুদিন পর চীনা সংবাদমাধ্যম তাকে আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত চলছে বলে জানান। 

মেং ইন্টারপোলকে পদত্যাগপত্র দিয়েছেন বলেও জানিয়েছিল চীন এবং পরে ইন্টারপোলও তাঁর পদত্যাগপত্র পেয়েছে বলে জানায়।
তার স্ত্রী গ্রেস মেং সাত বছর বয়সী দুই যমজ সন্তান নিয়ে ফ্রান্সেই আছেন। তার আইনজীবী ইমানুয়েল শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তার আইনজীবী ইমানুয়েল রয়টার্সকে বলেছেন, পুলিশ প্রটেকশনে থেকে গ্রেস সম্প্রতি ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদন করেছেন।নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকার কারণে গ্রেস গণমাধ্যমের সঙ্গে কোনো সাক্ষাৎকারেও তার মুখ দেখাতে অস্বীকৃতি জানিয়েছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর